শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪

দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা পেলেন ৫ গুণীজন

যা যা মিস করেছেন

পাঠে পাঠে আত্মজাগরণ এ প্রতিপাদ্যে দুর্গাপুরে সাহিত্যের ধারক জলসিঁড়ি প্রাঙ্গণ ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রেথর ১১বছর পূর্তি উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক আধ্যয়নসভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল। অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হোসেন বাচ্চু, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন। আলোচনা শেষে কবি শামীম আজাদ, ডাক্তার গণপতি আদিত্য, গল্পকার কিযী তাহনিন, কবি রানা নাগ ও সাংবাদিক মুহম্মদ আকবর কে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য: জলসিঁড়ি নামক সাহিত্য সংগঠনটি ২০০২ সালে গড়ে ওঠে, তারপর সংগঠনটি ২০১২ সালে জলসিঁড়ি পাঠকেন্দ্র নামক পাঠাগার স্থাপনের পর থেকে সেলুন পাঠাগার, সৃজনশীল কর্মসূচি ও জলসিঁড়ি পাঠাগার শিশু যুবকদের আত্মজাগরণে এক দশক ধরে পাঠাভ্যাস, পাঠচক্র ও ভর্তুকি দিয়ে দশ টাকায় বই বিতরণ কর্মসূচি করে যাচ্ছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security