মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্র ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাগরপুর বাজারের আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে এ ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম চলবে ২৯ রমজান বাদ আসর পর্যন্ত।

ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণকালে সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন, ঈদের আগেই সমাজের অসচ্ছল মানুষকে কিছু ঈদ উপহার প্রদান করতে পেয়ে নিজেকে অনেক গর্বিত মনে করছি।আমার এ-ই উদ্যোগ চলমান থাকবে,ইনশাআল্লাহ এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন, প্রধান শিক্ষক(অব.)বাবু পবিত্র কুমার সাহা,ডা.কাউছার খান,বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিক মিয়া প্রমুখ।

উল্লেখ্য,মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ,বন্যা কবলিত এলাকায় শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরন, ঈদ উপহার,খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ,বাংলা অর্থসহ কুরআন শরীফ বিতরণ,মেধা যাচাই পরিক্ষা, সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবস পালন,মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security