বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এনামূল হক পলাশের সুফি ধারার ‘রঙ্গলীলা’ গানের শুভ মুক্তি

যা যা মিস করেছেন

সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের সুফি ধারার গান ‘রঙ্গলীলা’। সোমবার (৮ জানুয়ারি) জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

রঙ্গলীলা গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত শিল্পী পিংকি নূর এবং সুর করেছেন বিখ্যাত সুরকার অলক বাপ্পা।

‘রঙ্গলীলা’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, সঙ্গ ছাড়া আসলে রঙ্গ হয় না। মূলত একা জীবন গঠন করা সম্ভব হয় না। আশা করি সব ধরণের শ্রোতার গানটি ভালো লাগবে।

গানটির শিল্পী পিংকি নুর বলেন, কবি এনামূল হক পলাশের লিরিক একদম অন্যরকম ঘরানার। এনামূল হক পলাশের মৌলিক সুফি ঘরানার গানটি গাইতে পেরে আমার ভালো লেগেছে। আত্মশুদ্ধি ও ভাব জগতে বিচরণ করতে চাইলে এইসব গানের বিকল্প নেই। গানটির সুরকার ও শিল্পী অলক বাপ্পা বলেন, কবি এনামূল হক পলাশ খুবই শক্তিমান একজন কবি। তার লেখা গান সুর করে আমি কমফোর্ট ফিল করি।

কেমন করে সাধু হবো। How will I a Saint । এনামূল হক পলাশ। Enamul Haque Palash। পিংকি নূর। Sufi Song । সুফি গান।

কেমন করে সাধু হবো মন আমার ভঙ্গ
চাইলেই আর সঙ্গ ছাড়া হবে না রে রঙ্গ ।

ছড়িয়ে আছি জগত জুড়ে
একলা একটা জীবন ঘুরে
পড়তে যখন মানা ছিলো
ঊঠার জন্য সিঁড়ি দিলো
উঠেই দেখি খেলার জীবন মাঠটা যে শুন্য।

কেমন করে সাধু হবো মন আমার ভঙ্গ
চাইলেই আর সঙ্গ ছাড়া হবে না রে রঙ্গ ।

তোমার থেকে সিঁড়ি পেয়ে
উঠে গেলাম দূর আকাশে,
ঊঠেই দেখি একলা আমি
উড়তে থাকি মন বাতাসে
হইনি আমি ধন্য আমার আকাশটা যে শুন্য ।

কেমন করে সাধু হবো মন আমার ভঙ্গ
চাইলেই আর সঙ্গ ছাড়া হবে না রে রঙ্গ ।

লিংকঃ https://youtu.be/n1JD2iAD7u8?si=LSWXnwnWJEdi4Jy0

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

চোরাই গাড়ি সহ আটক-১

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security