শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

শার্শা সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

 

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে ১ কেজি ৪ শত গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী দেব হালদার (৪২) ও সাইদুল ইসলাম (২৩) কে গ্রেফতার করে বিজিবি সদস্যরা।

গ্রেফতারকৃত দেব হালদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হায়দারের ও সাইদুল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে।উল্লেখিত সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৭ জুন) বিকেলে আড়াই ঘটিকায় রুদ্রপুর গ্রামের বিল পাড়া এলাকায় অভিযান পরিচালনা কালে সীমান্তে দুইজন সন্দেহ ভাজন ব্যক্তিকে ধাওয়া করে আটক করে তাদের শরীর তল্লাশি করে ১ কেজি ৪শত গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন