শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ইসলামী গানের সফল উদীয়মান  গীতিকার শাহারুল 

তিনবছর ধরে ইসলামী সংগীত নিয়ে কাজ করছেন শাহারুল ইসলাম সুজন। এরই মধ্যে পেয়েছেন বেশ পরিচিতি।
উদীয়মান এই গীতিকারের জন্ম ২০০৩ সালের ১৪ জানুয়ারি খুলনা জেলার কয়রা থানার হলুদবুনিয়া গ্রামে। তার পিতা আকবর হোসেন ও মাতা শেফালি খাতুন। ছোটবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন তিনি। উচ্চমাধ্যমিকে এসে নিয়মিত ছড়া, কবিতা ও সংগীত লিখে তিনি পরিচিত হয়ে উঠেন।
বর্তমানে শাহারুল ইসলাম সুজন ইসলামী সংগীত লেখাতেই বেশি সময় দিচ্ছেন। এ পর্যন্ত তার লেখা বেশকিছু সংগীত প্রকাশ পেয়েছে যেগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আল্লাহ, রাসুলের ভালোবাসা, প্রতিবাদী, মরমী, সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট ও অধিকার আদায়ের কথা, তিনি তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন।
তার লেখা গানগুলোর মধ্যে- মিছে আশা, ক্ষণিকের জীবন, পথশিশু, অনাথ শিশু, এই সমাজের মানুষ, প্রেরণার আলো, বাবা হারানোর বেদনা, মা যে আমার নয়নমণি, শোনো প্রিয় আম্মু, খোকার ইবাদত, লাল সবুজের স্বাধীনতা, বাংলার সন্তান, বিজয়ীর মান ইত্যাদি।
এই নিয়ে তার ৩৩ গান রিলিজ হয়েছে, এবং  আরো ২৫টির বেশি গান চলমান রয়েছে।

 

এসব গান এরই মধ্যে অনলাইনে ইসলামি সংগীত প্লাটফর্ম কলরব ও হ্যাভেন টিউনের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে।
ভজেপ্র/এবি হান্নান

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ