সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

সিলেটে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল

লোকমান আহমদ:

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচটি শুরু হয়েছে। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের।

আর সেই টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত দল।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন স্বর্ণা আক্তার। মিডল অর্ডার এই ব্যাটারকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে রিতু মনিকে।

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ