...
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এনামূল হক পলাশের সুফি ধারার ‘শুন্য বোতল’ গানের শুভ মুক্তি

যা যা মিস করেছেন

‘ম্যাজিক বাউলিয়ানা’র শিরোপা বিজয়ী শিল্পী শফিউল বাদশার কন্ঠে এনামূল হক পলাশের সুফি ধারার ‘শুন্য বোতল’ গানের শুভ মুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের সুফি ধারার গান ‘শুন্য বোতল’। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

শুন্য বোতল গানে কণ্ঠ দিয়েছেন লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরে সেরার শিরোপা বিজয়ী শিল্পী শফিউল বাদশা ও সুর করেছেন বিখ্যাত সুরকার অলক বাপ্পা।

‘শুন্য বোতল’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, আমাদের সবার জীবনই তো শুন্য। আমরা শুন্য থেকে এসেছি আবার চলে যাব শুন্যে। শুন্য থেকে সৃষ্টি স্রষ্টায় বিলীন হবে একদিন। তাহলে কিসের আর আমাদের বাহাদুরি? এ গানটি গভীর জীবনবোধের কথা বলে। তাছাড়া এটা একটা ভাবের গান। আশা করি সব ধরণের শ্রোতার গানটি ভালো লাগবে।

গানটির শিল্পী শফিউল বাদশা বলেন, এই সময়ে ভাবের গান খুব কমই লেখা হচ্ছে। আমরা আগের গানগুলো বারবার গাইছি। এনামূল হক পলাশের মৌলিক সুফি ঘরানার গানটি গাইতে পেরে আমার ভালো লেগেছে। আত্মশুদ্ধি ও ভাব জগতে বিচরণ করতে চাইলে এইসব গানের বিকল্প নেই। গানটির সুরকার অলক বাপ্পা বলেন, কবি এনামূল হক পলাশ এর শব্দের বুনন খুবই শক্তিশালী। আমি কবির ভাব ও ভাষাকে উপলব্দি করতে পারি। শুন্য বোতল গানটি কবির সুফি ভাবকে ধারণ করেই সুর দেওয়ার চেষ্টা করেছি।

শুন্য বোতল। The Empty Bottle । এনামূল হক পলাশ। Enamul Haque Palash । শফিউল বাদশা । Shafiul Badsha। অলক বাপ্পা। Sufi Song । সুফি গান।

শুন্য বোতল

কথা – এনামূল হক পলাশ
কন্ঠ – শফিউল বাদশা
সুর – অলক বাপ্পা
সঙ্গীতায়োজন – কে ডি বিজন

The Empty Bottle

Lyric – Enamul Haque Palash
Voice – Shafiul Badsha
Tune – Alok Bappa
Music arrangement : K D Bijon

শুন্য বোতল পান করিব জগৎ প্রেমের সুধা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

শুন্যে ঘুরি শুন্যে চলি শুন্যে আদিম নৃত্য
শুন্য ঘরে বসত করি জগৎ প্রেমের ভৃত্য।
ও —— জীবন আমার শুন্য থে‌কে উঠা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

শুন্য বোতল পান করিব জগৎ প্রেমের সুধা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

যতোই দেখি আশ মেটেনা শুন্যে চেয়ে থাকি
তবুও যেন আমার আমি শুন্যে যাওয়া বাকি।
ও ——– জীবন আমার শুন্য থেকে উঠা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

শুন্য বোতল পান করিব জগৎ প্রেমের সুধা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

শুন্য থেকে উঠা আমি শুন্যে যাবো চলে
তোমার তুমি ভরার নেশায় শুন্যে যাওরে গলে
ও ——– জীবন আমার শুন্য থেকে উঠা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

শুন্য বোতল পান করিব জগৎ প্রেমের সুধা
শুন্য জীবন পার করিব মেটাবো না ক্ষুধা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.