...
সোমবার, মে ২০, ২০২৪

“নারী সংবেদনশীল নগর পরিকল্পনা” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

DSC_4253

বাংলাদেশে নারী সংবেদনশীল নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামটরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স বি.আই.পির মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয় । বি.আই.পি ও এ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউকেএউড এর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয় ।
সেমিনারে বিসয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স বি.আই.পির সাধারন সম্পাদক পরিকল্পনাবিদ ডঃ আকতার মাহমুদ । সেমিনারের প্রধান আলোচক হিসেবে ছিলেন এ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির , বাংলাদেশে স্থপতি ইনস্টিটিউট এর সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব ।

সেমিনারে সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি পরিকল্পনাবিদ ডঃ এ কে এম আবুল কালাম ।
সেমিনারে বক্তারা বলেন ,  বাড়ি ও কাজের জায়গাতে নারীদের বহুমাত্রীয় কর্তব্য পালনের কারণে “নগর প্রতিবেশে” একজন পুরুষের তুলনায় নগরের কাছে একজন নারীর চাহিদা এবং নগরে নারীর সম্পৃক্ত হওয়ার ধরণ অপেক্ষাকৃত অধিক বৈচিত্রপূর্ণ এবং আলাদা। নগরের অর্ধেক জনসংখ্যা নারী হলেও নগর পরিকল্পনা ও উন্নয়নে নারীর চাহিদার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় আসে না। ফলে রাস্তাঘাট, ফুটপাত, মার্কেট, শপিংমল, পরিবহণ ব্যবস্থা, পাবলিক টয়লেট, পার্ক, উন্মুক্তস্থানসহ সকল গণপরিসর নারীদের ব্যবহার উপযোগিতা সীমিত ও ঝুকিপূর্ণ হয়ে থাকে ।

এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.