সোমবার, এপ্রিল ৮, ২০২৪

ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন আপন দুই ভাই

যা যা মিস করেছেন

তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি::
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নয়জন প্রার্থী। তবে নয়জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন আপন দুই ভাই। অন্যান্য প্রার্থীদের মতো ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তারা দুই ভাই। এ নিয়ে বড়দল উত্তর ইউনিয়নে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে।

ভোটযুদ্ধে অংশগ্রহণকারী আপন দুই ভাই তারা হলেন- বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ও তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন নির্বাচনে নয় প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা দুই ভাই ছাড়াও চেয়ারম্যান পদে লড়ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, এ. কে নুর মিয়া, মলু হোসেন, শাহাব উদ্দিন, হোসেন আলী ও সিরাজ মিয়া।

বতর্মান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম বলেন, আমার ছোট ভাইয়ের বয়স কম, সেও মনোনয়ন দাখিল করেছে, তবে নির্বাচনে অংশগ্রহণ করলেও আমার নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন বলেন, ‘আমার বড় ভাই এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কিন্তু আমি গ্রামবাসীর পছন্দের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।

রিটার্নিং কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, ‘বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপন দুই ভাই আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security