শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

১০ বছর ধরে নিজ উদ্যোগে কবরস্থান রঙ করাচ্ছেন আব্দুর রব ঢালী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

প্রতি বছর একবার করে কবরস্থান রঙ করান আব্দুর রব ঢালী। এভাবেই গত দশ বছর ধরে নিজ উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানটির বাহিরের প্রাচীর রঙের কাজ করে যাচ্ছেন। এতে প্রসংশিত হচ্ছেন তিনি।

শনিবার (০৬ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কবরস্থানটিতে গেলে কয়েকজন শ্রমিক রঙের করছেন এমন দৃশ্য চোখে পড়ে।

আব্দুর রব ঢালী দুর্গাপুর পৌর শহরের মুক্তারপাড়া এলাকার মৃত হাজী আব্দুল মালেক ঢালীর ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী।

জানতে চাইলে আব্দুর রব ঢালী বলেন,আমাদের সবার শেষ ঠিকানা এই কবরস্থান। আমার বাবাসহ আত্মীয়-স্বজনরা এখানেই চিরতরে ঘুমিয়ে আছেন। তাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কবরস্থানটির প্রতি আমার দায়িত্ব আছে বলে মনে করি। আমি গত ১০ বছর ধরে নিজ উদ্যোগে রঙের কাজ করে যাচ্ছি। বাকি সময়ও করবো ইনশাআল্লাহ। এ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন