...
সোমবার, মে ২০, ২০২৪

বিনামূল্যে ছাদ বাগান প্রশিক্ষণ দেবে ‌‘ইকোটেক’

যা যা মিস করেছেন

দেশের জলবায়ু পরিবর্তন ও সবুজায়নের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে ‌‘ইকোটেক’। পাশাপাশি কাজ করছে জলবায়ুর দূষণকে রোধ করে শহরকে দূষিত বায়ুমুক্ত সবুজ শহর গড়তে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ইকোটেক উদ্যোগ নিয়েছে ১০ হাজারের বেশি ছাদ মালিককে ফ্রি ছাদ বাগান প্রশিক্ষণ দেওয়ার। সোমবার ইকোটেক এর প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইকোটেক অর্গানিক গার্ডেন ও ইকোটেক বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ চাকলাদার ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে জাহিদ চাকলাদার বলেন, নগরবাসীর কৃষি আকাঙ্ক্ষা পূরণ ও প্রয়োজনীয় সেবা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে উপযুক্ত মাটি, বীজ, চারা, টব, কৃষিউপকরণ, সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাসহ নগর কৃষি ও কৃষিভিত্তিক সকলসেবা ও পরামর্শ দিয়ে পাশে আছে ইকোটেক। ইকোটেক সুদক্ষ জনবল ও অভিজ্ঞ কৃষিবীদ দ্বারা ইতিমধ্যেই সফলতার সাথে বাস্তবায়ন করেছে সর্বাধুনিক প্রযুক্তির এ্যাকুয়াফনিক্স ছাদকৃষি। এই প্রযুক্তি নগর কৃষিকে করেছে অনেক সহজ এবং উৎপাদন করছে মানুষের জন্য নিরাপদ খাদ্য ও ছাদ বাগানের মাধ্যমে নিশ্চিত করছে সবুজ নগরী।

তিনি আরো বলেন, ছাদে মাটি ছাড়া সবজি ও ফল উৎপাদন সম্ভব তা আমরাই করছি দেশে। ঢাকার পাশাপাশি অন্য শহরে খুব শিগগির আমরা এই কাজ শুরু করবো।

চিত্রনায়ক ফেরদৌস অনুষ্ঠানে বলেন, জলবায়ু দূষণে এখন বিপর্যস্ত ঢাকা। শীর্ষ দূষিত শহরগুলোর অন্যতম ঢাকাতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন। আবালবৃদ্ধবনিতা সকলেই আজ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি। এই সমস্যা থেকে সমাধান পেতে হলে দেশকে সবুজে রূপান্তিত করতে হবে। ইকোটেকের সবুজায়নের যত উদ্যোগ আছে সব উদ্যোগে হাতে হাত রেখে কাজ করার প্রত্যাশা করছি এবং সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ঢাকা শহরকে সবুজ করতে ইকোটেক যে ফ্রি ছাদ বাগান প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

ইকোটেক ঢাকাসহ সারাদেশকে সবুজে রূপান্তিত করতে কাজ করছে। যারা ছাদে বাগান করতে আগ্রহী তাদের সহযোগিতা করে থাকে। পাশাপাশি তাদের রয়েছে ঢাকার বাইরে আম, মাল্টা বাগান এবং এ্যাগ্রো পার্ক প্রকল্প। খুব কম খরচে জমিসহ একটি আম অথবা মাল্টা বাগানের মালিক করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.