বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

যা যা মিস করেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর-চন্দ্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়ির ধীর গতিতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে।

jam the mail bd

আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের চন্দ্রা থেকে কবিরপুর পর্যন্ত দশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কেও কমবেশি যানজট রয়েছে। গাড়ির চাপে কমবেশি যানজট সৃষ্টি হচ্ছে ইউনিক বাসস্ট্যান্ড, জামগড়া, জিরাবো ও আশুলিয়া বাজার এলাকাতেও।

শুক্র ও শনিবারসাধারণ ছুটির সঙ্গে রবিবার মহান স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মানুষ বাড়ি ফিরছে। আশুলিয়ার বিভিন্ন কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে এলাকা ছেড়ে যাচ্ছে। এতে করে মানুষের বাড়তি চাপ থাকায় গাড়িগুলো ধীর গতিতে চলছে বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কারখানা ছুটির পর থেকে মানুষের চাপ বেড়ে গেছে। যাত্রীদের চাপ থাকায় গাড়িগুলো ধীর গতিতে চলছে। আমরা কাজ করে যাচ্ছি, খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security