বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪

নেত্রকোনার সীমান্তে পৃথক অভিযোনে ভারতীয় পণ্য জব্দ

যা যা মিস করেছেন

কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানী জব্দৃকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৭ পিস কুমারিকা তৈল, ১১৬ পিস মেসওয়ক টুথপেষ্ট, ৬৯৩ পিস ডার্ক ফ্যান্টার্সি বিস্কুট, ২৪৫০ পিস ওরিয় বিস্কুট, ৬০০ পিস স্কীন সাইন ক্রীম, ২৭৭৬ পিস পার্ক চকলেট ও ২৩৫ পিস কিটকাট চকলেট। জব্দকৃত এসব চোরাচালানী পণ্যে সিজার মূল্য চার লক্ষ ৫৫ হাজার ৮৯৭ টাকা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

জানা যায়, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। গোপন তথ্যে এ বিওপির পাঁচ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালনের সময় সীমান্ত পিলার নং ১১৬২ হতে আনুমানিক এক কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ফাঁদ পেতে থাকে। আজ (বৃহস্পতিবার) পৌনে ১১টার দিকে লেংগুরার দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে দুর্গাপুর উপজেলার দিকে আসা বাস থামিয়ে তল্লাশি করে বিজিবির সদস্যরা। এসময় ৫২০ পিস পার্ক চকলেট ও ২৩৫ পিস কিটকাট চকলেট জব্দ করে টহল দলটি।

বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে অন্য আরেকটি অভিযান পরিচালনা করে কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের বরুয়াকোণা বিওপির আট সদস্যের দল। ১১৮১/২-এস নং সীমান্ত পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। পণ্যের মধ্যে রয়েছে ১০৭ পিস কুমারিকা তৈল, ১১৬ পিস মেসওয়ক টুথপেষ্ট, ৬৯৩ পিস ডার্ক ফ্যান্টার্সি বিস্কুট, ২৪৫০ পিস ওরিয় বিস্কুট, ৬০০ পিস স্কীন সাইন ক্রীম ও ২২৫৬পিস পার্ক চকলেট।

পৃথক পৃথক অভিযানে জব্দকৃত চোরাচালানী পণ্যের সিজার মূল্য চার লক্ষ ৫৫ হাজার ৮৯৭ টাকা। এসব ভারতীয় পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিসের জমা দেওয়া হবে এবং দুই অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা যায়নি প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security