শনিবার, এপ্রিল ১৩, ২০২৪

তাহিরপুরে গৃহহীন ২৪ পরিবার পেল মাথা গোজার ঠাঁই

যা যা মিস করেছেন

তানভীর আহমেদ :
‘একটুখানি বাসা স্বপ্ন সুখের আশা’। বাসা নয় শুধু মাথা গোজার একটু ঠাই নিয়ে দিনমান ভাবেন এমন মানুষের সংখ্যা বেশি না হলেও নেহায়েত কম নয়। আর যাদের ভিটে বাড়ির মাটি নেই তাদের ভাবনায় শুধু রুটি রুজির বিষয়টিই ঘুরে ফিরতো। এমন ভূমিহীন ও গৃহহীন মানুষের আত্নার আপনজন হয়ে পাশে দাঁড়িয়েছেন ‘মাদার অব হিউমিনিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঐতিহাসিক ও বিরল সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সুনামগঞ্জের সীমান্ত উপজেলা তাহিরপুরের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ২৪ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও করফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের নিকট নির্মিত এসব ঘর হস্তান্তর করা হয় ।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২৪ টি ঘর নির্মিত হয়েছে। বরাদ্দকৃত বাকী ঘরও নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পূর্বে তাহিরপুর উপজেলা কনফারেন্স রুমে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,সাংবাদিক তানভীর আহমেদ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,ইউপি সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security