সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

সুস্থ-সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই-ধর্মমন্ত্রী

যা যা মিস করেছেন

ইসলামপুর, জামালপুর, শুক্রবার(১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ):

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সুস্থ-সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

আজ বিকালে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোখলেছুর রহমান ও মরহুম আব্দুল আলীম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সুস্থ শরীর ও মনের মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখতে পারে। একারণে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে হবে। খেলাধুলায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত ক্রীড়ামোদী রাষ্ট্রনায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তাঁর নেতৃত্বে বিগত ১৫ বছর খেলাধুলায় প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তাঁর নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরো ভালো করবে এটিই আমাদের প্রত্যাশা।

পচাবহলা ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় মাহামুদপুর একাদশ তেঘুরিয়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে। মন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security