শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

জেলা পুলিশ সুপারের আয়োজনে ‘ঈদ আনন্দ ও নৈশভোজ’ অনুষ্ঠিত

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা ও কানিজ ফাতিমা মিলা, সভানেত্রী পুলিশ নারি কল্যাণ সমিতি (পুনাক)নীলফামারী’র আয়োজনে ‘ঈদ আনন্দ ও নৈশভোজ’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সুপারের বাসভবন প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

যেখানে সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আয়োজনকে আনন্দঘন করে তুলে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য নীলফামারী-১, মোঃ সাদ্দাম হোসেন পাভেল, সংসদ সদস্য নীলফামারী-৩, মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক, সংসদ সদস্য, নীলফামারী-৪, মোসাম্মৎ আশিকা সুলতানা, সংসদ সদস্য, নীলফামারী সংরক্ষিত মহিলা আসন, দেওয়ান কামাল আহমেদ মেয়র, নীলফামারী পৌরসভা ,মোঃ মাহমুদুল করিম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নীলফামারী, পঙ্কজ ঘোষ- জেলা প্রশাসক নীলফামারী, লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি, কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী, উপ-পরিচালক এনএসআই নীলফামারী, কোম্পানি কমান্ডার, সি পি সি-২, র‍্যাব ১৩ নীলফামারী,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাবেক উপসচিব, আহসান রহিম মঞ্জিল সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ ও তাদের পরিবারবর্গসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিশাদ হোসাইন; বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় মারুফা আক্তার; লিসা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আবু সাঈদ, দীপক, চন্দন; বাংলাদেশ জাতীয় আর্চারি খেলোয়াড় বিউটি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ