শুক্রবার, মে ২৪, ২০২৪

‘বাংলাদেশের মাহাথির’ আমাদের সামনেই আছেন: জয়

যা যা মিস করেছেন

‘বাংলাদেশের মাহাথির’ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাদের সবার সামনেই আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিউ ইয়র্কে মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Joy the mail bd

জয় বলেন, ‘তিন-চার বছর আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করতো, সিঙ্গাপুর ও মালয়েশিয়া অনেক এগিয়ে গেছে। মালয়েশিয়ার মাহাথির সরকার টানা চার টার্ম বা ২০ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছেন। বিশ্বে মালয়েশিয়াকে ইনফ্লুয়েনশিয়াল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে তারা এগিয়ে গেছে। আমাদের মাহাথির কোথায়?’

জবাবে প্রধানমন্ত্রীকে দেখিয়ে তিনি বলেন, ‘ আমাদের মাহাথির আমাদের সামনেই আছেন।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন,‘বর্তমান পরিস্থিতিতে সারাবিশ্বে অর্থনীতির গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রত্যেক বছর বাংলাদেশের মানুষের আয় বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, খাদ্যের অভাব নাই, বিদ্যুতের অভাব নাই।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। তবে আমি খুব গর্বিত যে, আমরা আমাদের প্রতিবেশী দেশের মানুষকে সাহায্য ও আশ্রয় দিতে পারছি। এগুলো আমরা নিজেরাই করছি। আমাদের কারও কাছ থেকে কোনও সাহায্য নিতে হচ্ছে না।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ এখন আর আগের দেশ নেই। আমরা এখন এক নতুন দেশ। আর আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ক্ষমতায় থাকে তবে আমরা উন্নত দেশ হবো।’

এসময় নেতাকর্মীরা ‘আওয়ামী লীগ সরকার, বারবার দরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

সবশেষে তিনি বলেন, ‘তাই আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনতে হবে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security