নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় সেই গৃহবধূ শিখা আক্তার শিল্পীর (৩৬) চুল কেটে নির্যাতনের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার বিবরন তোলে ধরে গত মঙ্গলবার ‘দ্যা মেইল বিডি ডটকম’ অনলাইন নিউজ পোর্টালে “নেত্রকোনায় গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কাটলেন ননদের পরিবার” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল।
বুধবার দুপুরের দিকে মামলার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লূৎফুল হক বলেন, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর স্বামী মো. ফজলূল হক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এরআগে গত সোমবার বাদ মাগরিব উপজেলার পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের বসিন্দা ভুক্তভোগীর ননদ রেশমা আক্তার (২০) ও ননদের স্বামী মো. নয়ন মিয়া (২৬), দেবর মো. কাজল মিয়া (২২), মো. সাজল মিয়া (২০) ও শশুর মো. জালাল মিয়া (৬৫)।
উল্লেখ্য, ঘটনার সময় নিজ বাড়ীতে ভুক্তভোগী ছাড়া কেউই ছিল না। মাগরিব নামায আদায় শেষে জায়নামাজে তসবিহ পাঠ করতে ছিলেন ভুক্তভোগী। এসময় ননদ ও ননদের স্বামী, দেবর, শশুরসহ তারা ঘরে ঢুকে ভুক্তভোগীকে এলোপাতাড়ি পিটাতে থাকেন। মুখ বেঁধে ফেলায় ভুক্তভোগী চিৎকার করতে পারছিলেন না।
এসময় ভুক্তভোগী গুঁঙ্গিয়ে গুঁঙ্গিয়ে কাঁদতে থাকেন। মাথার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে পৈশাচিক উল্লাসে অভিযুক্তরা ভুক্তভোগীর পড়নের কাপড় খুলে মাথার চুল কাটেন এবং ঘরের ভেতরেই বিকৃত উল্লাসে অট্ট হাসিতে মেতে ওঠেন অভিযুক্তরা। নির্যাতনকারীদের চেঁচামেচিতে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।