শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩

সুনামগঞ্জে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যা যা মিস করেছেন

তানভীর আহমেদ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগ।

রবিবার (৩০ জুলাই) বেলা ১২ টায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন এর নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তিনি বলেন, জামাত বিএনপির যেকোনো সন্ত্রাস নৈরাজ্যের দাঁতভাঙা জবাব রাজপথে দেয়া হবে। কেউ দেশকে অস্থিতিশীল করতে চাইলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে অগ্নি সন্ত্রাসীদের মোকাবিলা করবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখ্ত, আওয়ামীলীগ নেতা শংকর চন্দ্র দাস, হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সামছুল আবেদীন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমূখ।

More articles

সর্বশেষ