শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

সিনিয়র সহকারী সচিব হলেন সমাপ্তি রায়

সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

বুধবার (১৫ মে) এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মঈদ। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ইমেইলে যোগদান করবেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সমাপ্তি রায় ৩৭ তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি ২০২৩ সালের ২২ মে নলছিটির সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এদিকে তিনি পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা জানান কর্মস্থলের কর্মকর্তা -কর্মচারীরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ