শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩

আজ পবিত্র আশুরা

যা যা মিস করেছেন

আজ পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে সারাদেশে পালন করা হবে এই পবিত্র দিনটি। এ উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হবে নানা কর্মসূচি।

কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষ্যে সকাল ১০টায় হোসেনি দালাল থেকে তাজিয়া মিছিল বের করবেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। এছাড়া দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

More articles

সর্বশেষ