বুধবার, জুলাই ২৪, ২০২৪

ফেসবুকে পোস্ট দেয়ায় জবি ছাত্রলীগ নেতাকে হুমকি, থানায় জিডি

যা যা মিস করেছেন

জবি প্রতিনিধি:

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতার নাম রাসেল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এনিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডি সূত্রে জানা গেছে, ৩ মে (শুক্রবার) ‘Moushumi Rahman’ নামক একটি ফেসবুক আইডির একটি পোস্ট ভুক্তভোগীর মন মত না হওয়ায় ‘Rasel Ahmed’ নামক ফেসবুক একাউন্ট থেকে প্রতিবাদ একটি স্ট্যাটাস দেন তিনি। স্টাটাস দেয়ার পরেই অভিযুক্ত আইডির অনুসারীরা তাদের আইডি থেকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাসেল আহমেদ বলেন, আমাদের এলাকার একটা প্রোগ্রামের অনুষ্ঠানের ব্যানার দেখে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তাই আমি ফেসবুকে স্টাটাসের মাধ্যমে আয়োজক এবং অনুষ্ঠানের বক্তা মৌসুমী রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই প্রতিবাদের ফলপ্রসূত উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানের চাচাত ভাই আমাকে হুমকি দিয়ে বলছে এলাকায় গেলে আমাকে মারবে। এর আগেও আমার বাবা-মাকে তারা অপদস্ত করেছে। এনিয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগও করেছি।

অভিযুক্ত রিফাত সরকার বলেন, আমি রাসেলকে বলেছি তোমার সাথে শুধু ফোনে কথা বলছি। এটাকে হুমকি ধামকি কিছু মনে করবেনা। তুমি আমার এলাকার মামা হও, সেক্ষেত্রে তোমার সাথে আমার হুমকি ধামকি না, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি। তুমি একটা ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছো তো ব্যানার নিয়ে প্রতিবাদ করো। সেই প্রোগ্রামের আয়োজকদের সম্পর্কে তো তুমি এসব বলতে পারো না।

ই সময়ের সাংবাদিককে উদ্যেশ্য করে তিনি বলেন, আপনি যদি মনে করেন আমাকে হুমকি দিতে ফোন করেছেন তাহলে আপনি ভুল করছেন। আপনার নামেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা মনে হয় এতক্ষণে হয়ে গেছে। আপনিও ফোন পেয়ে যাবেন।

অভিযোগ প্রসঙ্গে মৌসুমী রহমানের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security