বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

উপজেলা নির্বাচনে দুর্গাপুরে ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ৬ চেয়ারম্যান প্রার্থীর

যা যা মিস করেছেন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাচনে ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ৬ চেয়ারম্যান প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দায়ের পর শনিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে অভিযোগ পত্র তুলে ধরেন তাঁরা। ৬ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পারভীন আক্তার, কামাল পাশা, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আব্দু্ল্লাহ হক, মোহাম্মদ নুরুল হুদা, ফারুক আহমেদ।

তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আব্দু্ল্লাহ হক সবার পক্ষে বক্তব্যের মাধ্যমে অভিযোগ তুলে ধরে বলেন, আমরা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর চেয়ারম্যান পদপ্রার্থী। দুর্গাপুর থানার ওসি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতিত্বমূলক বিভিন্ন আচরণ করছেন। তিনি বিভিন্ন রকম উস্কানী দিয়ে নির্বাচন পরিবেশের অবনতি ঘটাচ্ছেন এবং ভবিষ্যতেও ঘটাবেন। তিনি একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সবর্দায় পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন। আমরা তার এরকম কার্যক্রমে শঙ্কিত। ওসির এরকম পক্ষপাতিত্বমূলক আচরণের কারনে সুষ্ঠ নির্বাচন পরিচালনায় বিঘ্ন ঘটবে। এর ফলে আমরা আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবো এ বিষয়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

আরও বলেন, ওসির এরকম কর্মকান্ডের কারনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। ওসি উত্তম চন্দ্র দেব কে নির্বাচনী দায়িত্বে না রাখার জন্য আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাই।

উল্লেখ্য,আগামী ৮ই মে দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রতীক পেয়ে প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security