শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

ঝালকাঠিতে আইটি দক্ষতা অর্জনের কর্মশাল

‘মা ও শিশু শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার প্রতিজ্ঞাবদ্ধ’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে এস.এস সি পরীক্ষার্থীদের নিয়ে একাদশ শ্রেণিতে ভতি ও আইটি দক্ষতা অর্জনে কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে পৌর শহরের আর.জে কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করেন মা ও শিশু বান্ধব সংস্থা।

মা ও শিশু বান্ধব সংস্থা ঝালকাঠি এর সভানেত্রি শিরিন জাহান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক ড. মোঃ শমীম আহসান, আর.জে.কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ রাজু খান, রাইহানাতুল জান্নাত দীনা, বীথি শর্মা বণিক, মাহবুবা ইসলাম বর্ষা, প্রভা, অর্পিতা, লামিয়া, সামিয়া। এ সময় আইটি বিষয়ে দক্ষতা অর্জন বিষয় সেশন পরিচালনা করেন, আর জে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক প্রসেনজিৎ। 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ