বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

মানিকছড়িতে কারিতাস’র জৈব কৃষি চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

যা যা মিস করেছেন

মানিকছড়ি খাগড়াছড়ি প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে ৮৫ জন সুবিধাভোগীর মাঝে জৈব কৃষি চাষাবাদ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত ৮ জানুুয়ারি থেকে শুরু হওয়া প্রশিক্ষণ ১১ জানুুয়ারি বুধবার শেষ হয়েছে। উপজেলার বাঞ্চারাম পাড়া, উত্তর ফকিরনালা, উত্তর মরাডলু পাড়া, গোঁদাতলী পর্যায়ে ৮৫ জন সুবিধাভোগীর মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমূল্য কমার দাশ, উমা প্রসাদ বড়ুয়া, অঞ্চন কুমার নাথ, জুয়েল মনি পাল। এ সময় পাড়া পর্যায়ে চাইহ্লাপ্রু মারমা ও ক্যয়জাই মারমা সহ সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও মাঠ সহায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিভিন্ন ধরনের জৈব দ্রবণ প্রস্তুত হাতে কলমে ব্যবহারিকের মাধ্যমে শেখানো হয়। পরবর্তিতে তাদের মাঝে দেশীয় প্রজাতির সবজি বীজ, ভার্মি কম্পোস্ট সহায়তা প্রদান করা হবে। প্রাপ্ত উপকরণ কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে কিভাবে লাভবান হওয়া যায় সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। সেই সাথে রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তে জৈব সারের ব্যবহারের উপর গুরুত্ব বাড়ানোর পরামর্শ দেন। যাতে জমির প্রান রক্ষা পায় এবং মাটির উর্বরতা শক্তি ধরে রাখা যায়।

বক্তারা আরো বলেন, Fairy ecology transition বাস্তবায়নে কৃষির আধুনিক প্রযুক্তির কোন বিকল্প নেই। কোথাও যেন একটুও জমি অনাবাদি না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security