বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

বিজয় দিবস উপলক্ষে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় মোট ৩২টি দলের অংশগ্রহনে শুরু হয়েছে ক্রিকেট টি-২০ টুর্নামেন্ট ২০২২-২০২৩ ।

রোববার (১৮ ডিসেম্বর) স্থানীয় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ভার্চুয়ালীভাবে যুক্ত হয়ে উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে ২য় বারের মতো টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর আগে গতবছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সুনাম অর্জন করে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন।

উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাস গুপ্ত। এছাড়াও প্লেয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক পুনম দেব সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সূত্রের বরাতে জানা গেছে এবার টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমরাইল ছড়া চা বাগান ক্রিকেট সিক্সার্স টিম বনাম শ্রীমঙ্গলের ডা. রাফাত স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে বিজয়ী হোন রাফাত স্পোর্টিং ক্লাব ৭৮ রানে জয়ী হন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security