বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

তুষারঝড় ও বন্যা দুই প্রাকৃতিক দুর্যোগের হানায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

যা যা মিস করেছেন

পূর্বে তুষারঝড় ও পশ্চিমে বন্যা একই সময়ে দুই প্রাকৃতিক দুর্যোগের হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে রাজধানী ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে বন্যা দেখা দিয়েছে।

এদিকে বন্যার কারণে রাজধানী ওয়াশিংটনের প্রধান সড়কগুলোর অধিকাংশই ডুবে গেছে। ফলে রাজধানীতে যান চলাচল ব্যাহত হচ্ছে চরমভাবে।

একই সময়ে, যুক্তরাষ্ট্রের পশ্চিমে যখন প্রবল বৃষ্টি হচ্ছে- পূর্বাঞ্চলে তখন দেখা দিয়েছে তুষারঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ কেন্টাকি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ও মেরিল্যান্ডে বয়ে গেছে ব্যাপক তুষারঝড়। শনিবার সকালে এই প্রতিটি অঙ্গরাজ্যই ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চিরও বেশি) পুরু বরফের স্তরে ঢাকা ছিল।

তুষারঝড়ে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্য। তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় ঘটেছে দেশটিতে এবং বর্তমানে ভার্জিনিয়ায় ৫০ হাজারেরও বেশি গ্রাহক বর্তমানে রয়েছেন বিদ্যুৎবিহীন অবস্থায়।

এছাড়া তুষার ঝড় ও বন্যার কারণে বৃহস্পতিবার ও শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৬০০ ফ্লাইট বাতিল হয়েছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security