রবিবার, এপ্রিল ২১, ২০২৪

“জাককানইবি’তে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ – কর্মশালা অনুষ্ঠিত”

যা যা মিস করেছেন

মোঃ আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ জুলাই ২০২১ তারিখ শনিবার কলা অনুষদের উদ্যোগে ও আইকিউএসি’র আয়োজনে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক করোনা মহামারির কারণে ভার্চুয়ালি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মুশাররাত শবনম। বিশেষ অতিথি হিসেবে মাননীয় ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন উপস্থিত থাকার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি কর্মশালার সভাপতির নিকট এক বার্তায় কর্মশালায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং তাঁর সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘বৈশ্বিক করোনা আমাদের মানবসভ্যতাকে চরমভাবে নাড়া দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম সন্তান নবনীতা করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত হয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের অনেকেই করোনায় আক্রান্ত। করোনায় এ যাবৎ যারা প্রয়াত হয়েছেন তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের আশু আরোগ্য কামনা করছি।’ প্রধান অতিথি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষকে করোনা মহামারী হতে সুরক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জন্য তাঁকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’

কর্মশালায় মাননীয় উপাচার্য বলেন, ‘মূলত আমরা সবাই ছাত্র। আমি একজন বয়োজ্যেষ্ঠ ছাত্র। আমি আমার সমাজবিজ্ঞানের সিলেবাসের কথা বলছি, তা আসলে আপডেটেড না। আমার মনে হয় অন্যান্য বিভাগের ক্ষেত্রেও একই অবস্থা। শিক্ষাই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই শিক্ষাকে যুগোপযোগি করতে আজকের এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’ প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মশালার উদ্বোধন ঘোষণা করে তাঁর বক্তব্য শেষ করেন।

কর্মশালার সঞ্চালনায় ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন এ্যাক্রিডিটেশন কাউন্সিলের সম্মানীত সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। কর্মশালায় কলা অনুষদ ও চারুকলা অনুষদের সম্মানীত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security