রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

মোহনগঞ্জে ডিজিটাল জুয়ার আসরে তরুণ-তরুণীদের ভিড়

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : রাতের আঁধারে তালাবদ্ধ ঘরে বড় স্কিনের ট্যাবলেট ফোনে (ট্যাব) বিশেষ ধরণের সফটওয়্যারে চলছে জুয়ার ডিল। পাশে জমা হচ্ছে টাকার স্তুপ। ট্যাবে সফটওয়্যারের ঘূরপাক থেমে গেলে শোনা যাচ্ছে কারো উচ্ছ্বাস, আবার কারো আর্তনাদ।

প্রতিরাতে ডিজিটাল জুয়ার এমন আসর বসে নেত্রকোনার মোহনগঞ্জে। জুয়ার পাশাপাশি চলে মাদক সেবন। ডিজিটাল এ জুয়ায় আগ্রহী হচ্ছে উঠতি বয়সের ছেলে মেয়েরা। ফলে জুয়ার টাকা যোগাতে বেচে নিচ্ছে অপরাধের পথ।

খোঁজ নিয়ে জানা গেছে, রেল স্টেশনের পূর্বদিকে রেল লাইন ঘেঁষে গড়ে ওঠা মাছ-সবজি বাজারের এলাকাটি ঘিরে গড়ে উঠেছে এসব ডিজিটাল জোয়ার আসর। এখানে রাত গভীর হলে বয়স্কদের পাশাপাশি ভিড় বাড়তে থাকে তরুণ-তরুণীদের। এ খেলায় প্রতিদিন নিঃস্ব হয়ে বাড়ি ফেরে অসংখ্য তরুণ-তরুণী। পরে জুয়ার খরচ জোগাতে অনেকে বেচে নেয় অপরাধের পথ।

মোহনগঞ্জ ছাত্রলীগের কয়েকজন নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়, পৌরসভার সামনে রেল লাইন ঘেঁষে গড়ে ওঠা মাছ-সবজি মার্কেটে দিনের বেলায় ঘরের দরজায় তালা মেরে ভেতরে বসে জুয়ার আসর। রাতে তো ওপেন চলে। সাথে বর্তমানে যোগ হয়েছে আইপিএল জুয়া। ধীরে ধীরে এ জুয়া ছড়িয়ে যাচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে। জুয়ায় কম বয়সী ছেলে-মেয়রাই বেশি। এখানে টাকা পয়সা খুইয়ে নিঃস্ব হয়ে নানা অপরাধ করে বেড়াচ্ছে। এখনি এসব বন্ধ না করলে বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাবে বলেও তাদের ধারনা।

সামাজিক স্চ্ছোসেবী সংগঠন শিশু ছায়া’র কর্মী মো. রফিকুল ইসলাম জানায়, শুধু রাতে নয় দিনেও শহরের বিভিন্ন দোকানে বসে এমন জুয়ার আসর। ঘরের দরজায় বাহির থেকে তালা লাগিয়ে ভেতরে বসে জুয়া খেলে লোকজন। এমনকি চায়ের দোকানগুলোতে মোবাইল সফটওয়্যারের মাধ্যমে জুয়া খেলা হয়। পাশাপাশি আইপিএল নিয়ে তো জুয়া খেলা আছেই।

এ বিষয়টি অবগ করলে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান (ইউএনও) বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security