করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচজন মারা গেছেন। বুধবার রাতে বিভিন্ন সময়ে তারা মারা যান বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃতরা হলেন- আবুল হোসেন (৫০), মিলন (৬৬), আবদুল কুদ্দুস (৭৩), আবদুল মালেক (৬৮) ও শরিফুল ইসলাম (৭২)। এদের মধ্যে একজন আইসিইউতে মারা যান। অন্য চারজন মারা যান হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ড দুটি করোনা রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, করোনা পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে আছেন আটজন। এছাড়াও করোনা উপসর্গ আছে ৩৯ জনের।