জর্জিয়ার দুটি আসনে রান অফ নির্বাচনে বিজয়ের মাধ্যমে মার্কিন সিনেটের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ হাতে পেয়েছে ডেমোক্র্যাট দল। এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান- দু দলেরই আসন ৫০টি করে। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় হয়েছে।
ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে রয়েছে টাইব্রেকিং ভোট। সিনেট অধিবেশনে তিনিই সভাপতিত্ব করবেন এবং ভোটাভুটির ক্ষেত্রে তিনি টাইব্রেকিং ভোট দেবেন। ফলে সিনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পারবে ডেমোক্র্যাট দল। এতে করে ২০০৯ সালের পর এই প্রথম প্রেসিডেন্সি, কংগ্রেস ও সিনেটসহ আমেরিকার একক ক্ষমতার অধিকারী হলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেমোক্র্যাট দল। আগামী মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত বাইডেনের ক্ষমতা নির্বিঘ্ন থাকবে বলে মনে করা হচ্ছে।
ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ এবং রাফায়েল ওয়ারনক হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করেছেন দীর্ঘদিনের সিনেটর ডেভিড পারডু ও কেলী লাফলারকে। রাফায়েল ওয়ারনক ৫০.৭ ভাগ এবং কেলি লাফলার পেয়েছেন ৪৯.৩ ভাগ ভোট। অন্যদিকে, জন অসফ পেয়েছেন ৫০.২৮ ভাগ ভোট আর ডেভিড পারডু পেয়েছেন ৪৯.৭২ ভাগ ভোট।