শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

কলমাকান্দা জমি সংক্রান্ত দ্বন্ধে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত দ্বন্ধে প্রতিপক্ষের আঘাতে মো. আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং নিহতের ছেলের দিকের নাতি আলী হোসেন মুঠোফোনে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আ. হাকিম উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের মৃত সাদেম আলীর ছেলে। তিনি গত বছর প্রতিরোধ যোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী তহবিল থেকে এক লক্ষ টাকার অনুদানও পেয়েছিলেন নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, বৃদ্ধ আব্দুল হাকিমের ছেলে মো. শরাফত মিয়ার সাথে বটতলা গ্রামের আজমান খানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বটতলা উত্তরপাড়ায় বিরোধপূর্ণ ১.৬ শতাংশ জমিতে শরাফত মিয়া ধান বপন করেছিলেন।

রবিবার বেলা ১১টার দিকে সেই বিরোধপূর্ণ জমিতে আজমান আলীর লোকজন ধান কাটতে আসে। শরাফত পক্ষের লোকেরা বাঁধা দিলে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হাতে থাকা দেশীয় ধাড়ালো অস্ত্রের আঘাতে জখম প্রাপ্ত হন বৃদ্ধ আ. হাকিম।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ৮টার দিকে বৃদ্ধ আ. হাকিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বৃদ্ধের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃদ্ধের ছেলে শরাফত আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ