শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ম্যান সিটির মাঠ থেকে ড্র নিয়ে ফিরল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট এক লড়াই শেষে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

রবিবার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচটি জিতলে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার সুযোগ ছিল অলরেডসদের সামনে।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে ডি-বক্সে সাদিও মানেকে সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

২৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি। ডান দিক থেকে কেভিন ডে ব্রুইনের বাড়ানো ক্রসের পর বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের কোনা থেকে রাহিম স্টার্লিংয়ের নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন। এর কিছুক্ষণ পরই দলকে সমতায় ফেরান সিটির গ্যাব্রিয়েল জেসুস। ডে ব্রুইনের পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

৪২তম মিনিটে পেনাল্টি পেয়েও বল বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ডে ব্রুইনে। ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বিরতির আগে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া শট ফেরান সিটির গোলরক্ষক এদেরসন।

বিরতি থেে ফিরে এসে দুই দলই দুটো সুযোগ পেয়েও দুই দলের দুই ব্রাজিলিয়ান গোলরক্ষকের প্রচেষ্টায় কাজে লাগাতে পারেনি। ৫৬তম মিনিটে রদ্রির ক্রস থেকে বাইরে দিয়ে হেড নেন ফাঁকায় থাকা জেসুস। বাকি সময়ে চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই।

এ নিয়ে ৮ ম্যাচে ৫ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। ৭ ম্যাচে ৩ জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ