...
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

যে কারনে পিছিয়ে যাচ্ছে লঙ্কা সফর

যা যা মিস করেছেন

গেল সপ্তাহে চার্টার্ড বিমান ভাড়া করার কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি শ্রীলঙ্কা সফরের জন্য যে জার্সি তৈরি হচ্ছিল তাও স্থগিত করে তারা। তখনই আঁচ করা যাচ্ছিল শেষ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে লঙ্কা সফর। অবশেষে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন সে কথাই। আজ দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। কিন্তু হচ্ছে না! যদি সব কিছু ঠিক থাকে তাহলে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়ানশিপ খেলতে লঙ্কা যেতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তার মানে পূর্বের খসড়া সূচিতে আসছে পরিবর্তন। ২৩শে অক্টোবর টেস্ট সিরিজ শুরুর পরিকল্পনা ছিল।
সেটি এখন হতে পারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই বিষয়ে আকরাম বলেন, ‘আপনারা জানেন আমাদের আগামীকাল (আজ) ফ্লাইট ছিল। যেহেতু আমরা যেতে পারছি না সেহেতু পরবর্তী প্ল্যানটা কি কোচ, নির্বাচক, সিইও এর সঙ্গে বসে আলাপ-আলোচনা করেছি। আমরা তিনদিনের ব্রেক দিয়েছি। তিনদিন পর বাংলাদেশ দল আবার অনুশীলন শুরু করবে। ইনশাআল্লাহ্‌ দুই-তিনদিনের মধ্যে হয়তো আমাদের প্রস্তাব আসবে শ্রীলঙ্কা থেকে।’

শ্রীলঙ্কা সফর নিয়ে মূল প্রতিবন্ধকতা হচ্ছে সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এ নিয়ে গেল এক মাস ধরে দুই বোর্ডের মধ্যে চলছে ঠাণ্ডা লড়াই। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) কোনোভাবে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও কোভিড-১৯ টাস্কফোর্সকে কোয়ারেন্টিনের নিতীমালা শিথিল করাতে পারছে না। শ্রীলঙ্কায় বিদেশ থেকে আসা যে কোনো ব্যক্তিকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতেই হবে। সেই সময় তারা হোটেল থেকে বের হতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিয়মের কোনো পরিবর্তন আনেনি তারা। গত ১৪ই সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হোসেন জানিয়ে দেন, শর্ত শিথিল না হলে এই সফর কোনোভাবেই সম্ভব নয়। তাই নতুন করে এসএলসিকে প্রস্তাব পাঠানো হয়নি। কিন্তু বাংলাদেশের কোনো প্রস্তাবেই ছাড় দিতে রাজি নয় লঙ্কান টাস্কফোর্স। শুক্রবার এসএলসিও স্পষ্ট করে জানিয়েছে, তারা সরকারের দেয়া শর্তের বাইরে যেতে পারবে না। তবে আকরাম খান ইতিবাচক কিছুর আশায়ই আছেন। তিনি বলেন, ‘লাস্ট যেটা বলেছে তারা, ব্যাপারটা ওদের হাতে নেই। ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওরা গতকালও আশা করেছিল কিছু পাবে। ওরা আশা করছে আগামী দুই-তিনদিনের মধ্যে আমাদের জানাবে। ওরা চেষ্টা করছে। যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা নির্দেশিকা আমাদের দিতে। আমরা আশাবাদী, ওরাও ইতিবাচক। আজ ও আগামীকাল শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি। হয়তো সোম, মঙ্গলবারে দিবে।’

সব কিছু ঠিকমতো হলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা যেতে পারে বাংলাদেশ দল বলেই জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘যদি সবকিছু ইতিবাচকভাবে এগোয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। ওদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা যথাসময়ে হচ্ছে না, তাই ওদের ও আমাদের কাছেও সময় আছে। ওটা চিন্তার বিষয় না।’

প্রশ্ন উঠেছে সিরিজ পেছালে কমতে পারে ম্যাচের সংখ্যা। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘যেহেতু সময় আছে, ওদের টি-টোয়েন্টি লীগটা কিন্তু হচ্ছে না। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ তিনটিই থাকবে।’

শুক্রবার লঙ্কান বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা জানান, সরকারের দেয়া শর্তে তারাও ছাড় দেবেন না। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আকরাম খান। তিনি বলেন, ‘আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা মেইল আসেনি। আনুষ্ঠানিকভাবে কিছু না এলে বাইরে কি হচ্ছে না হচ্ছে তা দিয়েতো কিছু বলতে পারবো না।’ তবে প্রশ্ন হচ্ছে এত জটিলতার পর কেন বিসিবি এই সিরিজ খেলতে মরিয়া! ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘মরিয়া না। ব্যাপারটা হলো সময় ওদের কাছেও আছে আমাদের কাছেও আছে। ওরা বারবার অনুরোধ করছে কিছুদিনের মধ্যে জানিয়ে দিবে। বিষয়টা এমন না যে, ওরা চাচ্ছে না কিন্তু আমরা জোর করে যাচ্ছি। আমরা যদি যেতেই চাইতাম তাহলে ওদের শর্ত মেনেই চলে যেতে পারতাম। আমাদের তাড়াহুড়ো নেই, অগ্রাধিকার হলো খেলোয়াড়দের কমফোর্টেবল থাকা, মানসিকভাবে যেন ক্লান্ত না থাকে। এভাবে ওদের কাছ থেকে পারফরম্যান্সটা বের করে আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা গিয়েই যেন ভালো পারফরম্যান্স করতে পারি তার জন্য যা যা করা দরকার তাই করবো।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.