মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

মুজিববর্ষে ৮ লাখ পরিবারের বাড়ি উপহার দিবে সরকার

যা যা মিস করেছেন

বর্তমান সরকার সবসময় গরীবদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এজন্য মুজিববর্ষ উপলক্ষে সরকার দেশের বিভিন্ন এলাকায় ৮ লাখ পরিবার- যাদের বাড়ি নেই, নদী ভাঙনের শিকার- সেই সব পরিবারকে বাড়ি করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আজ শনিবার ১১টায় সকালে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা পয়েন্টে পদ্মার ডান তীর সংরক্ষণ কাজের অগ্রগতি ও মুলফৎগঞ্জ হাসপাতাল এলাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় অংশ নিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘দেশের সব দুর্যোগে একমাত্র আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকে। আর বিএনপি শুধু গর্তের মধ্যে ঢুকে লম্বা লম্বা কথা বলে। দেশের মানুষের দু:খ তারা বোঝে না। তারা ঘরের মধ্যে নিরাপদে বসে শুধু সরকারের সমালোচনা করে।
এ সময়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের ও অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে শুরু হওয়া ১ হাজার ৯৭ কোটি টাকার এই প্রকল্পের প্রায় ৪৫% কাজ সমাপ্ত হয়েছে। যা জুন ২০২১ মধ্যে সমাপ্তির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security