শনিবার, এপ্রিল ১৩, ২০২৪

লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দেশের জনপ্রিয় শিল্পীরা

যা যা মিস করেছেন

প্রিয় মানুষ লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন দেশের নন্দিত ও জনপ্রিয় শিল্পীরা।

Laki Akhond the mail bd

বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের পাশাপাশি একে একে জড়ো হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সর্বস্তরের মানুষ। প্রিয় মানুষটির কফিনের পাশে ফুল রেখে শেষবার দেখে নিয়েছেন নিঃশব্দ মুখটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেই বলেছেন প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা।
নন্দিত অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমরা যারা তাকে ছোট থেকে বড় হতে দেখেছি, তাদের জন্য এই বিদায় বড় বেদনার। আমি দেখেছি কীভাবে সে গানগুলো মানুষপ্রিয় করেছে। তার আত্মার শান্তি কামনা করি।’
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘লাকী আমাদের সংগীতজীবনের চমক। আমরা একসঙ্গে কাজ করেছি অনেক। মুক্তিযুদ্ধের সময় একসঙ্গে কাজ করেছি। তার চলে যাওয়াটা মেনে নিতে পারব না, কারণ এমন শিল্পী আর আসবে না।’
কণ্ঠশিল্পী খুরশীদ আলম বলেন, ‘আমার বয়স ৭২। আর উনার মাত্র ৬১। অথচ আমার আগেই চলে গেলেন! এই তো সেদিন মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরেছিলো- জানতাম হয়তো সময় বেশি নেই। তবুও মনে জোর পেয়েছি সুস্থতার কথা শুনে। হাসপাতাল থেকে খুশি মনে বাসায় ফেরার কয়েকদিনের মাথায় এভাবে হুট করে চলে যাওয়া- খুবই কষ্টের। একসঙ্গে কাজ করেছি। সংগীতশিল্পীরা যেমন হয় আত্মভোলা, অহংকারবিহীন- সেটা তার মধ্যে ছিল পরিপূর্ণ। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন- এই দোয়া করি।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘তার গান এ দেশের মানুষ মনে রাখবেন। এই বীর মুক্তিযোদ্ধা-শব্দসৈনিক আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তার কন্যাকে বলতে চাই, আমাদের পক্ষ থেকে যা করণীয়, সেটা করবো। আপনাদের কোনও প্রত্যাশা থাকলেও জানাবেন। একজন মুক্তিযোদ্ধা ও আমার বন্ধু লাকীর জন্য যা করণীয় আমি করব। কথা দিলাম।’
গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘লাকী আখন্দ তার কর্ম দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন এতে কোনও সন্দেহ নেই। তবে তরুণদের মাঝে লাকী ভাইকে আরও ছড়িয়ে দিতে আমাদেরকে কাজ করতে হবে। তরুণরা যখন লাকী ভাইকে জানবেন এবং ধারণ করবেন, তখনই তার আত্মা শান্তি পাবে। আমরা লাকী ভাইকে ধারণ করছি মনে-প্রাণে, প্রত্যাশা করি তরুণরাও এই কিংবদন্তিকে হৃদয়ে ধারণ করবেন।’
লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি বলেন, ‘আমি দুটো কথা বলতে চাই। আমার বাবা দেশের জন্য কষ্ট করেছেন। যুদ্ধ করেছেন। মিউজিক করে সবাইকে সুখ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি দেশ ও মিউজিক ভালোব্সতেন। অসুস্থ অবস্থায়ও মিউজিক করেছেন, দেশের কথা ভেবেছেন। তার জন্য দোয়া করবেন, এটুকুই প্রত্যাশা সবার কাছে।’ এছাড়া রাষ্ট্রীয় সম্মাননা ও অসুস্থ লাকী আখন্দর পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০টায় জন্মস্থান পুরান ঢাকার আরমানিটোলায় কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সেখানে সর্বস্তরের লোকজন শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এরমধ্যে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার।

শহীদ মিনার থেকে বেলা ১টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে আরেকটি জানাজা শেষে বেলা সাড়ে ৩টার দিকে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে লাকী আখন্দকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধাটানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। ২১ এপ্রিল দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার আগে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security