বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

গুগল ডটকম ডটবিডি আক্রান্ত

যা যা মিস করেছেন

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বাংলাদেশ ডোমেইন হ‌্যাকারের কবলে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে গুগল ডটকম ডটবিডিতে (google.com.bd) সার্চ করতে গিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ইন্টারনেট ব‌্যবহারকারীরা।

google-com

গুগল ক্রোম ব্রাউজার থেকে google.com.bd ব্রাউজ করতে চাইলে একটি কালো স্ক্রিনের উদয় হচ্ছে, যেখানে লেখা Google Bangladesh STAMPED by TeaM Pak Cyber Attackers।

ওই হ‌্যাকার নিজের পরিচয় দিয়েছেন Faisal 1337 হিসেবে। একটি ফেইসবুক আইডি ও হটমেইলের একটি আইডিও তিনি দিয়েছেন। নোটিসে তিনি লিখেছেন, Security is just an illusion।

google.com.bd এর আক্রান্ত পৃষ্ঠার স্ক্রিনশটও ফেইসবুকে প্রকাশ করেছেন অনেক ব‌্যবহারকারী।

এমনিতে বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে তা google.com.bd তে চলে যায়। সকাল ১০টার দিকে গুগল ব্রাউজ করতে গিয়ে হ‌্যাকারের ওই নোটিস দেখতে পাওয়ার কথা ফেইসবুকে জানিয়েছেন একজন ব‌্যবহারকারী।

সাড়ে ১০টার দিকে www.google.com এর মাধ‌্যমে ব‌্যবহারকারীদের ব্রাউজ করার পথ করে দেওয়া হলেও google.com.bd তে তখনও ওই কালো স্ক্রিনের নোটিস দেখা যাচ্ছিল।

 

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security