মঙ্গলবার, মে ২৮, ২০২৪

মদনে এসডিএফ এর সহযোগিতায় সহায় সম্বলহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ

যা যা মিস করেছেন

মদনে এসডিএফ এর সহযোগিতায় সহায় সম্বলহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নে কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অর্থায়নে, সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অর্থ বিতরণ করা হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সার্বিক সহযোগিতায়, মদন ইউনিয়নের ৭ টি গ্রামের ২শত ৬৬ জনের মাঝে জনপ্রতি ৯ হাজার টাকা করে মোট ২৩ লক্ষ ৯৪ হাজার টাকা বিতরণ করা হয়।

শুক্রবার (৩১শে-মার্চ) সকালে অনুষ্ঠানটি আয়োজন করে, কুলিয়াটি দক্ষিণপাড়া, বাগদাইর, বৃ-বড়িকান্দি, মদন দক্ষিণপাড়া, উচিতপুর, পড়শখিলা উজানপাড়া ও পরশখিলা ভাটিপাড়া গ্রাম উন্নয়ন সমিতি।

উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ সাজ্জাদুল হাসান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ এর আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, এসডিএফ এর জেলা কর্মকর্তা সৈয়দ আল-মামুন।

আরো বক্তব্য রাখেন, এফডিএফ এর প্রধান কর্যালয়ের কর্মকর্তা নুরুল হুদা চৌধুরী ও মাসুদ পারভেজ, জেলা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, ক্লাস্টার অফিসার মোঃ মনিরুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।

মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র লতিবুর রহমান রতন। খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অজিত কুমার ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা ইফতে খাইরুল আলম চৌধুরী আজাদ, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ, পৌর কাউন্সিলার পার্থনাত বৈশ্য সজল, আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security