মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪

মাদকের কুফলও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

যা যা মিস করেছেন

 তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে মাদকের কুফল ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭শে মে) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগীতায় কলেজ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন মাদক এমন একটি জিনিস তার কোন সুফল নেই। পরিবারের একটি সদস্য যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন পুরো পরিবারের ক্ষতি হয়ে যায়। মাদক মানব জীবনের জন্য ক্ষতিকর।

মাদকাসক্ত একজন মানুষ তার মাদকের ব্যয় মেটানোর জন্য নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। মাদক যেনো আমাদের সুন্দর জীবনকে ধ্বংস করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে এবং এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে। সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর শরীফ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।

এরপর স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রসিকিউটর মো: এম এ সুয়েব ও ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের পলিটিক্যাল সাইন্স বিভাগের শিক্ষার্থী আবু তালেব।

সেমিনারের শেষে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।এবং পরিশেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী , অভিভাবক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security