পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দেড় বছর বয়সী ছামিরা আক্তার নামের এক শিশু বালতির পানিতে পড়ে মারা গেছে।
শনিবার (২৫ মে) বিকেল আনুমানিক ৬ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ছামিরা আক্তার ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে।
স্বজনরা জানান, বাবা-মা ধান মাড়াইয়ে ব্যস্ত ছিলেন। তাদের অসচেতনতায় দূর্ঘটনা ঘটে যায় বলে জানায় স্থানীয়রা। ওই সময় ছমিরা আক্তার খেলছিল।
এরই মধ্যে সবার অজান্তে বাড়ির টিউবওয়েল সংলগ্ন বালতির পানিতে ডুবে শিশুটি মারা যায়। এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন আকন্দ বলেন, এলাকায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের দুর্ঘটনায় সবার সাবধানতা অবলম্বন করা উচিত।