সোমবার, এপ্রিল ২২, ২০২৪

উৎসব মুখর পরিবেশে চলছে ফুলছড়ির ফজলুপুর ইউপি’র নির্বাচন

যা যা মিস করেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারদের ভোটকেন্দ্রে এসে লাইন দিতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরের এলাকা।

আজ সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের কৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে কেন্দ্রের ভেতর নারী এবং পুরুষ ভোটারদের লম্বা লাইন পড়েছে। কেন্দ্রের বাইরে ভোটের স্লিপ নেওয়ার জন্য ভোটারদের ভিড় জমেছে। ভোটকেন্দ্রে আগত নারী এবং পুরুষ ভোটারদের মধ্যে আনন্দ বইছে।

সকালে বিভিন্ন কেন্দ্রে ভোট দেওয়া ব্যক্তিরা জানান, ভোটের পরিবেশ ভালো ‘ভোট দিছি সুন্দরভাবে’। ভোটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থী ও সংরক্ষিত সাধারণ সদস্য প্রার্থীগণ। তারা বলেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা বলেন, এত সুন্দর পরিবেশ অনেক দিন দেখিনি। ভোটাররা উৎসুক পরিবেশে ভোট দিচ্ছেন।

এবারের ৭নং ফজলুপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, ফুজলুপুর ইউপি নির্বাচনে ৯ টি কেন্দ্রে মোট ১৪ হাজার ১২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান বলেন- সুষ্ঠু, নিরেপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে শান্তি পূর্ণভাবে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security