মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে জখম

যা যা মিস করেছেন

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে জখম

যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের এক স্কুল ছাত্রীর মুখে ব্লেড বসিয়ে জখম করেছে বখাটে যুবক রোহান ইসলাম(২১)।
বখাটে যুবক উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে।
আজ বুধবার ( ১ লা মার্চ) দুপুরে উপজেলার গরুহাটের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী তখন স্কুল থেকে বাড়ি ফিরছিল। সে উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ছাত্রীর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, রোহান দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু ঐ ছাত্রী সম্মত না হওয়ায় মাঝে মাঝেই তাকে বিরক্ত করত।একইভাবে আজ দুপুর অড়াইটার দিকে প্রতিদিনের মত স্কুল থেকে বাড়ি ফেরার পথে গরুহাটের সামনে আসলে রোহান তাকে প্রতিদিনের মত প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর মুখে ব্লেড দিয়ে টান দিলে সে রক্তাক্ত জখম হয়।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে আহত ছাত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরও রোহান-সহ বেশ কয়েক জন মিলে ঐ ছাত্রীর অভিভাবকদের মারধর করে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
আহত ওই ছাত্রী জানায়, আমি আমার এক বান্ধবীর সাথে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে রোহান এসে প্রথমে আমার হাত ধরে টান দেয়। এরপর সে চুল ধরে টান দেয়। আমি ছাড়িয়ে নিতে গেলে সে আমার ডান কানের নিচে ব্লেড দিয়ে টান দেয়। সে আরও জানায়, রোহান আমাকে দির্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার প্রস্তাবে রাজী না হওয়ায় সে আমাকে আহত করেছে। এদিকে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম শামীম হাসান বলেন, এক স্কুল ছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security