রবিবার, এপ্রিল ২১, ২০২৪

ভোলায় শান্তিপূর্ণভাবে চলছে বিএনপির হরতাল,শক্ত অবস্থানে পুলিশ

যা যা মিস করেছেন

এবি হান্নান, ভোলা। ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা হরতাল চলছে। আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি কেন্দ্রীয় ১৩ নেতাকর্মীর উপস্থিতিতে শুরু হয়েছে হরতাল, চলবে সন্ধ্যা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে সদর রোড এলাকায় দোকানপাট খোলেনি। দু-একটি রিকশা চলতে দেখা যায়। ভোরে বৃষ্টি হওয়ায় ওই সময় রাস্তায় নামতে পারেনি তারা। পরে বৃষ্টি কমে গেলে রাস্তায় অবস্থান করেন বিএনপি নেতাকর্মীরা। রিক্সা, অটোরিক্সাসহ চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোলা শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ঢাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের নেতৃত্বে ১৩ জনের একটি টিম ভোলায় এসেছেন। তারা আজ দুপুরে নিহতদের বাড়ি যাবেন। এছাড়া গত রোববারের সংঘর্ষে অভিযুক্তদের বিষয় অনুসন্ধান করবেন বলেও জানান জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর। এর আগে বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, র‌্যাব, পুলিশ মিলিয়ে ৭টি টহল দল শহরে অভিযান চালাচ্ছে। ৯টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ আটক হয়নি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। প্রসঙ্গত, গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হয়। আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। নুরে আলম এর জানাজা আজকে বিকেল সাড়ে ৫ টায় ভোলা আলতাজের রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security