সোমবার, মে ২৭, ২০২৪

আর জোট সরকার নয়: ইমরান খান

যা যা মিস করেছেন

আগামী জাতীয় পরিষদ নির্বাচনে নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করেন ইমনার খান। তিনি বলেছেন, পুনরায় ব্ল্যাকমেইল এড়াতে তিনি কেন্দ্রে আর জোট সরকার গঠন করবেন না।

মঙ্গলবার লাহোর গভর্নর ভবনে এক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবার সতর্কতার সঙ্গে বিচার বিবেচনা করে কেবল আদর্শিক কর্মীদেরই পিটিআই পার্টির টিকিট দেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, অতীতে তার দল অনেক ভুল করেছে এবং সেগুলোর জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। জোট সরকার গঠন করে মিত্রদের দ্বারা ব্ল্যাকমেইল হতে হবে।

ইমরান খান বলেন, ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ গ্রহণ করায় একটি নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টাকারী সেই ‘বিশ্বাসঘাতককে’ আগামী সাধারণ নির্বাচনে পাকিস্তানি জাতি একটি শিক্ষা দেবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ এই বিশ্বাসঘাতকদের (বিরোধী নেতাদের) রাজনীতি চিরতরে শেষ করে দিয়ে একটি শিক্ষা দেবে।

সুত্রঃ খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security