রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬-মে) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে এ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজালুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়।
এসময় নাইতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা ইন্সটেক্টর মাসুদ করিম, বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ আমজাদুল হক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।