সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক প্রচারণা করছেন শালিক পাখি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী

 ভোলা প্রতিনিধি:

আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে ৩য় ধাপে লালমোহন উপজেলার নির্বাচন উপলক্ষে শালিক মার্কার প্রার্থী ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

শনিবার সকাল থেকে লালমোহন উপজেলা বিভিন্ন ইউনিয়ন গণসংযোগ করেন শালিক মার্কার প্রার্থী আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার।

এ-সময় আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার বলেন, আগামী ২৯মে আপনাদের মূল্যবান রায় নিয়ে আপনাদের পাশে থাকবো এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে এই লালমোহন উপজেলাকে মাননীয় এমপি মহোদয় এর সাহায্য নিয়ে একটি আধুনিক উপজেলা পরিষদ ঘরে তুলবো।

আপনারা সকলে আমার মার্কা এবং উন্নয়নের মার্কা শালিক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ