মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

সুনামগঞ্জের পলাশ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

যা যা মিস করেছেন

আমিনুল হক,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম এর অভিযোগ উঠেছে। জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সহায়তায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তার পছন্দের লোক দিয়ে পকেট কমিটি গঠন করেন।

এমনকি নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রশ্নপত্র পাস করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। নিয়োগ পক্রিয়ায় আর্থিক লেনদেনেরও অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক পদে যোগ্য আবেদনকারীদের আবেদন বাদ দিয়ে উৎকোচ গ্রহনের মাধমে জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষক নিয়োগ প্রদানের জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে নিয়োগ পক্রিয়া বিধিসম্মত না হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজুলিশনে স্বাক্ষর করেননি। এই অনিয়মের বিরুদ্বে সোচ্চার সচেতন এলাকাবাসী। এলাকাবাসী বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ না দেওয়ার জন্য প্রশাসনের উদ্বধতন কমকতার কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি জুলহাস মিয়া বলেন নিয়োগ পক্রিয়া সুষ্ঠভাবে হয়েছে। যারা অভিযোগ করছেন তা সম্পূণ উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা ও বানোয়াট। জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security