শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা পরিষদ মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম হলে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সমবায়ী নেতা মো. এনামুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি “বঙ্গন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ইদ্দিস আলী তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, বড়খাঁপন ইউপির চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু, সমবায়ী নেতা শেখ শামীম, স্নিগ্ধা ঘ্রা ও মো. ইউসুফ আলী প্রমুখ।

এ আলোচনা সভায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ