শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

হাসান মাসুদ ফিরছেন রাজের ‌’হিট’ দিয়ে

দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা নেই এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। কেনো নেই প্রশ্নের উত্তরের আগে সুখবর হচ্ছে এই অভিনেতা আবার অভিনয়ে ফিরছেন। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ‘হিট’ নামে নতুন ধারাবাহিক নাটক নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর এই ধারাবাহিকটির মাধ্যমেই ফিরছেন হাসান মাসুদ।

এর আগে রাজ নির্মিত ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘চিরকুমার সংঘ’ ধারাবাহিকগুলোতে দেখা গেছ হাসান মাসুদকে। শুধু হাসান মাসুদই নন। একই ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা ইশতিয়াক আহমেদ রুমেলও ফিরছেন অভিনয়ে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘১৩তম ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছি। নাম হিট। এটি রচনা করেছেন মারুফ রেহমান। এবারের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে দেখাবো। নাটকটি প্রচার হবে বাংলাভিশন চ্যানেলে। এছাড়া প্রতিটি পর্ব থাকবে ইউটিউবে সিনেমাওয়ালার চ্যানেলে।’

ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন। রাজ নির্মিত ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক বর্তমানে বেশ দর্শকপ্রিয়। নতুন ধারাবাহিক হিটেও ফ্যামিলি ক্রাইসিসের বেশ ক’জন অভিনয়শিল্পী থাকছেন বলেও জানান রাজ। এদের মধ্যে উল্লেখযোগ্য মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ