শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

জেমস বন্ড খ্যাত শন কনারি আর নেই

হলিউডের প্রথম জেমস বন্ড খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা শন কনারি আর নেই। তার বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী নাসাউতে ঘুমের মধ্যে মারা যান তিনি।

তার ছেলে জ্যাসন কনারির বরাত দিয়ে শনিবার বিবিসি’র খবরে এ তথ্য জানানো হয়।

১৯৬২ থেকে ১৯৮৩ সাল বন্ড সিরিজের ৭টি ছবিতে অভিনয় করেন শন কনারি। ১৯৮৮ সালে ‘দ্য আনটাচেবল’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার পান তিনি।

জেমস বন্ড সিরিজের ‘ড. নো’ (১৯৬২), ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩), ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪), ‘থান্ডারবল’ (১৯৬৫) এবং ‘ইউ অনলি লাইভ টুয়াইস’ (১৯৬৭) নামে প্রথম পাঁচটি সিনেমায় গুপ্তচর জেমস বন্ড হিসেবে দর্শক পেয়েছিল শন কনারিকে। ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) এবং ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩) সিনেমায় ফের বন্ডের ভূমিকায় অভিনয় করেন কনারি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ